Promote Your website...

সন্ধান করুন

আমাদের সাথে যুক্ত হন

বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

মাশরাফিকে ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল এক্সপ্রেস হিসেবে খ্যাত মাশরাফি বিন মর্তুজাকে বাইরে রেখেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ দল।

মিরপুরে গ্রামীণফোন-বিসিবি একাডেমি ভবনে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক রকিবুল আলম।

চোট থেকে মাশরাফি এখনো সেরে ওঠেননি। এ মুহূর্তে পুরোপুরি সুস্থও নন তিনি। এছাড়া বিশ্বকাপের ম্যাচের আগে তিনি খেলার মতো সুস্থ হয়ে উঠবেন কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে নির্বাচকদের।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, "বিশ্বকাপে খেলার আগে মাশরাফির পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। তাই আমরা তাকে বাইরে রেখে দল ঘোষণা করেছি।" ইস্পাহানী ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে আবাহনীর হয়ে খেলার সময় চোট পান তিনি।

এর আগে ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপে মাশরাফি মোট ১১টি ম্যাচ খেলেন। রান করেন ১৩৭, গড় ১৭.১২। ৩৬.২৭ গড়ে উইকেট নেন ১১টি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপাতি আ হ ম মোস্তফা কামাল, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ, নির্বাচক জাহিদ রাজ্জাক মাসুম ও বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ ও শাহরিয়ার নাফীস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/পিডি/টিআর/১৬২৯ ঘ.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Traffic Genie